সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে লড়বেন, মুজাহিদুল ইসলাম শাহিন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৯:০১:১০ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই আসনে দলের প্রতীক ‘শাপলাকলি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।

আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে সারাদেশে ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। এই তালিকাতেই পটুয়াখালী-২ (বাউফল) আসনের জন্য মুজাহিদুল ইসলাম শাহিনের নাম চূড়ান্ত করা হয়।

অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শিক্ষাজীবনে অত্যন্ত কৃতী শিক্ষার্থী ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর আইন বিভাগ থেকে ২০০৮ সালে এলএলবি (অনার্স) এবং ২০০৯ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
পড়াশোনা শেষে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে ১০ বছরেরও অধিক সময় ধরে আইন পেশায় অনুশীলন করছেন।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বাউফলের জনগণের উদ্দেশ্যে বলেন,
বাউফল আমার জন্মস্থান, এই মাটির মানুষ আমি। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে আমি দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত থেকে সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছি। এবার আমি আপনাদের সেবার জন্য বৃহৎ পরিসরে আসতে চাই। আমি বিশ্বাস করি, পটুয়াখালী-২ (বাউফল) আসনে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান লক্ষ্য। আমি দলমত নির্বিশেষে সকল বাউফলবাসীর সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে আমি সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST