বিনোদন

কারাগারের কষ্টের কথা সামনে আনলেন রিয়া

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং মাদক মামলায় নাম জড়ানোর কারণে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দীর্ঘ দিন কারাবাসের পর জামিন পেয়ে সেদিন বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কারাবাসের অভিজ্ঞতা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছেন বলেও জানান অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রিয়া চক্রবর্তী।
কারাবন্দি জীবনের সেই দুঃসহ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রী বলেন, কারাগারে থাকাকালে তার প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশের অনুমতি পর্যন্ত পাননি। সুশান্তের জন্য শোক করতে না পারার কারণ প্রসঙ্গে রিয়া বলেন, পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে, শোক প্রকাশের অনুমতিও ছিল না। আর তাই আজও তার মনে হয়, তার শোকের পর্ব শেষ হয়নি।
অভিনেত্রী বলেন, সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করতে পারি— কিছু না থাকার আসল অর্থ কী।
থাকার পর আমি উপলব্ধি করতে পারি— কিছু না থাকার আসল অর্থ কী।
কারাগারে থাকাকালীন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলেও জানান অভিনেত্রী। রিয়া বলেন, যখন যা খুশি তা খাওয়ার সুযোগ সেখানে ছিল না। বাবা-মায়ের গুরুত্ব আমরা বুঝি না, কিন্তু সেখানে শুধু তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরোটাই বদলে গিয়েছিল। লোকে কী বলছে, তা নিয়ে এখন আর আমার মাথাব্যথা নেই বলেও জানান অভিনেত্রী।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST