গনমাধ্যাম

ইউএনও আমিনুল ইসলামের বদলি,সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১০:২২:২৭ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রতিনিধি:
সাংবাদিকদের গঠনমূলক লেখনি রাস্ট্রকে এগিয়ে নেয়। রাস্ট্রের আভ্যন্তরীন সকল অসংগতি সাংবাদিকরা লেখনির মাধ্যমে তুলে ধরেন তা দেখেই রাস্ট্র ব্যবস্থা নেয়। আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। বদলি সরকারি চাকরির নিয়মিত প্রক্রিয়া। দায়িত্ব যেখানে দেওয়া হয়, সেখানেই সর্বোচ্চ চেষ্টা করে আসছি।
বাউফলে কাজ করার সময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার হৃদয়ে গেঁথে থাকবে। এই উপজেলার বৃহৎ জনগোষ্ঠির জন্য চাহিদা অনেক, কিন্তু প্রয়োজনের তুলনায় সময় ও চাহিদা অপ্রতুল থাকায় সর্বদা যথাসময়ে শতভাগ কাজ করতে পারিনি। যে কারনে সবার কথাও রাখতে পারিনি।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের দেওয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম এ কথা বলেন।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো বাউফল উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম মোস্তফা।
এসময় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির বাউফল উপজেলা প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউফল রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের বাউফল প্রতিনিধি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক জি এম মিলন,বাউফল প্রেসক্লাব সদস্য আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন,বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থিনীতি প্রতিনিধি রাশেদুল ইসলাম ইজাজ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি ইয়াকুব আলী রুবেল,অলিউল্লাহ রিপন, প্রাইম টিভির প্রতিনিধি সবুজ সরকার ও বাউফল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ও জুলাই যোদ্ধা কাওসার হোসেন প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজকালের বাংলা পত্রিকার আবু রায়হান, দৈনিক সরেজমিন বার্তার বাউফল প্রতিনিধি মো. সোহেল গাজী, দৈনিক ভোরের আওয়াজ এর প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল,বাউফল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজকালের কন্ঠ জেলা প্রতিনিধি মহিউদ্দীন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, বাউফল প্রতিনিধি আলী আশরাফ, দৈনিক জনতার সংবাদের বাবুল হোসেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শুরুতে ইউএনও আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন সাংবাদিকরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST