রাজনীতি

জোর করে নয়, আস্থা অর্জনই মূল রাজনীতি:ড.শফিকুল ইসলাম মাসুদ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন জোর করে নয়, আস্থা অর্জন করাই রাজনীতির মূল চেতনা হওয়া উচিত।

তিনি বলেন, অতীতের মতো এখন আর জোর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। জনগণ এবং নতুন প্রজন্ম জবরদস্তিমূলক রাজনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। তারা এখন শান্তিপূর্ণ, নীতিভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ নেতৃত্ব চায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাগজিরপুল এলাকায় ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টার উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ড.শফিকুল ইসলাম মাসুদ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একসময় যারা শক্তির জোরে ক্ষমতা ধরে রাখতে পেরেছে, ইতিহাসে তারা টেকেনি। ফেরাউন, নমরুদ বা আবু জাহেলের মতো শক্তিধররাও ইতিহাসের আস্তাকুঁড়ে স্থান পেয়েছে। আজকের বাংলাদেশেও সেই ধরনের রাজনীতি কার্যকর নয়। জনগণ এখন সচেতন, তারা উন্নয়ন, মূল্যবোধ ও ন্যায়ের পক্ষেই অবস্থান নিচ্ছে।
ড. মাসুদ দেশের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের ঘাটতির সমালোচনা করে বলেন,শুধু গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মীয় শিক্ষাকে অবহেলা করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও কার্যকর তৎপরতা নিশ্চিত করা।
তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের রায়কে শ্রদ্ধা না করে, চাপ বা শক্তি প্রয়োগ করে ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করতে হবে।
তিনি মনে করেন, এই অবহেলার ফলে তরুণদের মধ্যে শৃঙ্খলাহীনতা, সহিংসতা ও নৈতিক অবক্ষয় বাড়ছে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তিনি শিক্ষাক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর জোর দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ড. মাসুদ বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। 
এজন্য তিনি তিনটি প্রস্তাবনা তুলে ধরেন: লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা বিচারব্যবস্থা ও নির্বাচন সংশ্লিষ্ট আইন সংস্কার দ্রুত সম্পন্ন করা
ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার সেন্টার উদ্বোধনের পরদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
এ সময় ড. মাসুদ বলেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার হাতিয়ার নয়, এটি হতে হবে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। চিকিৎসাসেবা, শিক্ষা, কর্মসংস্থান এসব মৌলিক চাহিদা পূরণে কাজ করাই একজন রাজনীতিকের প্রকৃত দায়িত্ব।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার আমির মাওলানা সেলিমুর রহমান, ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনার সেলস ম্যানেজার বমক্কিন সরকার, মীর মো. রোকন উদ্দিন, ডা. মোস্তাজির রহমান, ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার জাকির হোসেন,অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং বাউফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক গন উপস্থিতি ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST