জাতীয়

২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৭:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রতিটা সংকট ও সমাধানের পথ আমরা খুঁজে নেব।
তিনি আরও বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে, সব জাতিসত্তাকে, নারী-পুরুষনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাব ইনশাআল্লাহ।
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। বিকাল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST