আন্তর্জাতিক

হামাসকে রোববার পর্যন্ত আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ১০:২৪:০১ প্রিন্ট সংস্করণ

আল-জাজিরা:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে তার প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণের জন্য রোববার সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় গাজায় আরও ভয়াবহ সহিংসতা নেমে আসবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট দিয়ে ট্রাম্প হামাসকে ‘নিষ্ঠুর ও সহিংস’ হিসেবে আখ্যা দেন। তিনি লিখেখেন—এটাই শেষ সুযোগ। চুক্তি যদি কার্যকর না হয়, তাহলে গাজায় এমন নরক নেমে আসবে যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।

ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের গুরুত্বপূর্ণ অংশগুলো হলো:

হামাসকে গাজার শাসন থেকে সম্পূর্ণ সরে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে সরাসরি বা পরোক্ষভাবে কোনো ভূমিকা রাখতে পারবে না।
গাজাকে ‘সন্ত্রাসমুক্ত ও প্রতিবেশীদের জন্য হুমকিমুক্ত অঞ্চল’ হিসেবে পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে, যেখানে বর্তমানে অর্ধ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের শিকার।
হামাসকে ইসরাইলি বন্দিদের মুক্তি এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে। এর বিনিময়ে ইসরাইল ১,১৭০ জন গাজাবাসী বন্দি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫০ জনকে মুক্তি দেবে।
‘বোর্ড অব পিস’ নামে একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে ট্রাম্প নিজেই নেতৃত্ব দেবেন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্য নেতারা থাকবেন।
সীমান্তে ফিলিস্তিনি পুলিশকে সহায়তা করতে একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ গঠনের প্রস্তাবও এতে রয়েছে
ট্রাম্প দাবি করেন, অক্টোবর ৭-এর হামলার প্রতিশোধ হিসেবে ইতিমধ্যে ২৫ হাজারের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে। বাকিরা ‘সামরিকভাবে ঘেরাও’ হয়ে আছে এবং ‘আমার নির্দেশের অপেক্ষায় আছে’।

পোস্টে তিনি আরও লেখেন—আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছ। তোমাদের শিকার করে হত্যা করা হবে।

একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি, এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে।

হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি বিবেচনা করছে এবং শিগগিরই প্রতিক্রিয়া জানাবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অভিযোগ করেছেন, মূল প্রস্তাব থেকে পরিবর্তন আনা হয়েছে—পরিবর্তনের রেকর্ড আমার কাছে আছে।

অনেক পর্যবেক্ষক ‘বোর্ড অব পিস’ ধারণাটিকে অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। কারা এতে থাকবেন এবং কতদিনের জন্য এটি কাজ করবে, তা স্পষ্ট নয়।

জাতিসংঘের একটি স্বাধীন কমিশন এর আগে জানিয়েছিল, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গণহত্যার শামিল। এ প্রেক্ষাপটে সমালোচকরা বলছেন, ট্রাম্পের পরিকল্পনায় ইসরাইলের দায় বা সীমাহীন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নেই।

সূত্র: আল-জাজিরা

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST