বিনোদন

ভক্তদের যে আবদারে অস্বস্তি তামান্নার

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৭:২৬:৪৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মঞ্চে নাচ-গান শেষে নামতেই সেলফি তোলার আবদারে জেকে ধরলেন ভক্তরা। তা দেখে নেটিজেনদের প্রশ্ন— আরে দেখে বুঝতে পারছেন না ওর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?
সোনালি ঘাগড়া-চোলি পরিহিত অভিনেত্রী যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন না কেন, তার চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। সেলফি তোলার আবদার সামলাতে সামলাতে অভিনেত্রী যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেলেন ফটোসাংবাদিকদের ক্যামেরাতেও। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা— অভিনেত্রীরা কি খুবই সহজ শিকার?
গত শনিবার (১৭ মে) পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তামান্না ভাটিয়া। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, অভিনেত্রী পরিবেশন করেন ক্যাটরিনা কাইফের ‘শিলা কি জওয়ানি’ ও ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই ঘটে বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তামান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়ে আয়োজক কর্তৃপক্ষ। দেখা গেছে, তামান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু ভক্ত। অভিনেত্রীও হাসিমুখে সেলফিতে অংশ নিচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের ওপর উঠে ছবি তোলার চেষ্টা করেন—এমন পরিস্থিতি সৃষ্টি হয়।
তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, হাসিমুখেই সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনোভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় তার আশপাশে কোনো দেহরক্ষীকে দেখা যায়নি। আর তা নিয়েই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন— কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা, আয়োজক সংস্থাই বা তাকে এভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST