প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ৮:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কৃষিবিদ মিজানুর রহমান লিটুর নেতৃত্বে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় বাউফল পৌর শহরের গোলাবাড়ি এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটু।

এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান জলিল,বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সায়মুল আহমেদ লেলিন,বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ তারা,কৃষক দলের সদস্য সচিব মোঃ সোহেল আকনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগণ।
উপস্থিত বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই উপলক্ষে বিশেষ মোনাজাতে অংশ নেন।


















Design & Developed by BD IT HOST