বিনোদন

ডিগবাজি দিতে পারা মেয়েকে বিয়ে করা নিয়ে যা বললেন জায়েদ খান

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪০:৫২ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। নাচের পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতে ডিগবাজি দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি। তাই বর্তমানে ডিগবাজি আর জায়েদ খান যেন একে অপরের পরিপূরক।
সম্প্রতি জায়েদ খানের এই ডিগবাজি নিয়ে মজা করতে নেটিজেনরাও কোনো কমতি রাখছেন না। এমনই একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সেখানে বর সাজে জায়েদ খানের ছবিতে লেখা ‘যে আমার মতো ডিগবাজি দিতে পারবে, আমি তাকেই বিয়ে করবো।’ সারা রাত ওই ফটোকার্ড নিয়ে হাসিঠাট্টার পর ঘুম ভাঙে জায়েদ খানের। সকালে ঘুম থেকে উঠেই ওই কার্ড শেয়ার করেছেন তিনি। লিখেছেন, আমি কিন্তু এ রকম কিছু বলিনি।
জায়েদ খানের এই ডিগবাজির শুরুটাও হয় অদ্ভুতভাবে। যুক্তরাষ্ট্রের একটি কনসার্টে নাচের স্টেপ ভুলে গেলে তা পূরণ করতে তিনি ডিগবাজি দিয়ে দেন।
গণমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানে নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। মিউজিকের তাল ভুলে গেলে সেটা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। মূলত চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি, সেটা হিট হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় চলছে এখনো। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই, সবাই এটাই চায়, আমিও দিই।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। দেশটিতে নিয়মিত স্টেজ শো করছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ পারফর্ম করেছেন তিনি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST