বিনোদন

চিত্রনায়ক জসীমের ছেলে রাতুল মারা গেছেন

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৫ , ৭:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ

চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট ছিলেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।
তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক আগে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর রাতুলের অন ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।
তার মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের সংগীতাঙ্গন। জনপ্রিয় ব্যান্ড নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলেছে, দেশের অন‍্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মত‍্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারকে সৃষ্টিকর্তা এ গভীর শোক সহ‍্য করার শক্তি দিন। আমিন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST