সারাদেশ

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে ফুটফুটে সন্তান, আমাকে আমার ছেলে খাওয়াবে

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ১০:১১:৩৭ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সামনে মহাসড়কের পাশে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়েছে। এক মানসিক ভারসাম্যহীন মা, তার ফুটফুটে এক ছেলেসন্তানকে নিয়ে বসেছিলেন। আর সেই দৃশ্য দেখার জন্য পথচারী নারী-পুরুষ ওই নারীর চারদিকে ভিড় করছেন।
তবে মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় জানতে চাইলে তার নাম ময়না বলে জানান। বাড়ির ঠিকানা বলছে আঠারোবাড়ি। এছাড়া আর কোনো সঠিক তথ্য দিতে পারেননি, শুধু বলেছেন- ‘আমাকে আমার ছেলে খাওয়াবে।’ তার চোখেমুখে ছিল মাতৃত্বের এক অদ্ভুত দ্যুতি। তার কথা হৃদয়ে নাড়া দেয় উপস্থিত সবার।
তবে ওই নবজাতকের বাবা কে? এ বিষয়ে প্রশ্ন করলে নান্দাইল চৌরাস্তায় এক সিএনজিচালকের নাম বলেছেন তিনি।
অনেকেই শিশুটিকে নিতে চাইলে তিনি দৃঢ়ভাবে নিষেধ করেন। তার এ আচরণ আবারও প্রমাণ করে দিল, মা মানসিক ভারসাম্যহীন নারী হলেও মা-ই। মায়ের সঙ্গে সন্তানের তুলনা হয় না, এই চিরন্তন সত্যটি যেন আরও একবার প্রমাণ হয়ে ধরা দিল নান্দাইলের এই পথে।
স্থানীয়দের মুখে শোনা যায়, এই মানসিক ভারসাম্যহীন মা পূর্বে আঠারোবাড়ি এলাকায় এবং নান্দাইল চৌরাস্তা এলাকায় তাকে দেখা গেছে। আজ তিনি তার ছোট্ট রাজপুত্রকে নিয়ে বসে আছেন নতুন এক ঠিকানায়, যেখানে তার মাতৃত্বের গল্প রচিত হচ্ছে প্রতিনিয়ত।
এ ঘটনা একদিকে যেমন মানবিকতার প্রশ্ন তোলে, অন্যদিকে স্মরণ করিয়ে দেয় মায়ের অকৃত্রিম ভালোবাসার কথা। এই মানসিক ভারসাম্যহীন নারী মা সমাজের কাছে এক বার্তা পৌঁছে দিলেন– মাতৃত্বের বন্ধন অপ্রতিরোধ্য, তা কোনো মানসিক বা সামাজিক প্রতিবন্ধকতার কাছে হার মানে না।
ওই মা মানসিক ভারসাম্যহীন নারীসহ সন্তানের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোর অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST