আন্তর্জাতিক

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩৫:৪৫ প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ম্যাচটি ঘিরে উত্তেজনা চূড়ায়, আর তা শুধু ক্রীড়াঙ্গনে নয়-রাজনৈতিক প্রেক্ষাপটেও।
গত চার বছরে একাধিকবার ভারত-পাকিস্তান দেখা হলেও এবারের ম্যাচের আবহ কিছুটা ভিন্ন।
দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে। বন্ধ হয়ে আছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পথ। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানঘেঁষা হামলার পর এশিয়া কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই শঙ্কা কাটিয়ে অবশেষে আজ মাঠে গড়িয়েছে এশিয়ার সবচেয়ে আলোচিত দ্বৈরথ।
টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানান, উইকেট কিছুটা ধীর মনে হওয়ায় ব্যাটিং করাই শ্রেয় মনে করছেন তারা। শুরুতে ভালো ভিত্তি গড়ে তুলেই বড় স্কোরের দিকে নজর দলটির। তিনি বলেন,উইকেট মন্থর, তাই চেষ্টা করব একটি ‘পার-প্লাস’ স্কোর দাঁড় করাতে।
অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি টসে জিতলেও বোলিং-ই বেছে নিতেন।
তবে উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে বলেও জানান তিনি, কারণ আগের ম্যাচেই তারা একই ভেন্যুতে খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
উভয় দলই আজ নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
পাকিস্তানের একাদশ: সাইম আয়ূব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সানজু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST