প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৯:৪৩:২০ প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধ:
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তির নাম মনিরুজ্জামান (৩৭)। তিনি ওই গ্রামের কাদের আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- সীমান্তপথে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে নয়টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। পরবর্তীতে জব্দ স্বর্ণ যশোর ট্রেজারি শাখায় এবং আটক মনিরুজ্জামানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed by BD IT HOST