আইন আদালত

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ: ৮ জনের জামিন নামঞ্জুর

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৩৬:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আটজনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন- মো. ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)।
হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে ইমরান, হাসান ও রাসেল সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। অন্যরা পুলিশি তদন্তে পাওয়া আসামি।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, গ্রেফতার আট আসামির জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
শনিবার রাত সোয়া ১২টা থেকে পরদিন দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেট এলাকায় স্থানীয় জোবরা গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা আহত হন।
এ ঘটনায় ১ হাজার ৯৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আবদুর রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও এক হাজার জনকে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST