পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালায় সাপের কামড়ে মোঃ আরিফিন(৪) নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল (১৯ জুন ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা শিশু আরেফিন কে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শিশু আরেফিন উপজেলার নওমালা ইউনিয়নের পুর্ব নওমালা গ্রামের ৮ নং ওয়ার্ড ব্যবসায়ী মজিবুর রহমান সিকদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরের খাবার পর বাড়ির পাশে খেলছিল শিশু আরেফিন।
এ সময় আরেফিন বাড়ির পাশে খেলতে গেলে সেখানে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা আরও বলেন, শিশু আরেফিনের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিলো। তবে আমরা কেউই সাপ দেখেনি পায়ে কামড়ের দাগ দেখেছি এবং ডাক্তার বলেছেন সাপে কামড়েছে।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা